আনন্দ সকাল (৩): শেষযাত্রায় ডান-বাম এক করে গেলেন ‘মাস্টারমশাই’
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৌমিত্র চট্টোপাধ্যায় গতকালই চলে গেছেন। মন খারাপ আপামর বাঙালির। হয়। ৩০০-রও বেশি ছবিতে অভিনয়। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চে। লিখেছেন নাটকও। কবিতা লেখা থেকে পত্রিকা সম্পাদনা, আবৃত্তি -- বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। ছয় দশকের অভিনয় জীবনের অবসান। অরণ্যের দিনরাত্রি কিংবা বসন্ত বিলাপ, বন্ধুত্ব নিয়ে ছবির কথা বলতে গেলে এই দুটি নাম অবধারিতভাবে আসবেই। আর এই ছবিগুলিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে যারা অভিনয় করেছিলেন, তাঁরা সকলেই একে একে চলে গেছেন। রবিবার বন্ধুদের কাছে পাড়ি দিলেন সৌমিত্রবাবুও। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষযাত্রায় সামিল ডান, বাম সব দলের নেতারাই। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বামফ্রন্ট চেয়ারম্যান, সিপিএমের রাজ্য সম্পাদক থেকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক, প্রয়াত কিংবদন্তীকে শেষ বিদায় জানালেন সবাই। শোকবার্তা প্রধানমন্ত্রীর।