Suvendu বললেন, 'ঘেন্না ধরে গেছে', Abhishek-র পাল্টা, 'বুকের পাটা থাকলে নিজের দল করে দেখাও', দুই নেতার বাগযুদ্ধ Ananda Sakal III - এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2020 12:49 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
একজন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে, অপরজন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। দুজনের দূরত্ব ১৭০ কিলোমিটারেরও বেশি। কিন্তু তাহলেও রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণে সরগরম হয়ে উঠল রবিবাসরীয় রাজ্য রাজনীতি। সম্প্রতি কয়লা পাচার, গরু পাচার রুখতে সক্রিয় হয়েছে সিবিআই। শুরু হয়েছে ধরপাকড়ও। এর রঙ লেগেছে রাজনীতিতেও। রাজ্যে এসে এর আগে এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। সদ্য বিজেপিতে যোগ দিয়ে সেই আক্রমণের ঝাঁঝ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মঞ্চে বড়ো বড়ো করে লেখা তৃণমূলে (TMC) যোগদান। কথা ছিল বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেবেন অনেকে। সেইমতো আয়োজনও ছিল পুরোদস্তুর। কিন্তু হঠাৎই বেঁকে বসলেন এক মহিলা। অভিযোগ করলেন, তাঁকে ভুল বুঝিয়ে সভায় আনা হয়েছে। এরপরই তাঁকে পড়তে হল শাসানির মুখে। রবিবার পাণ্ডুয়া ফুটবল মাঠে যোগদান কর্মসূচির আয়োজন করে তৃণমূল। সেখানে পাণ্ডুয়ার বাসিন্দা এই মহিলার দাবি, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের যোগদান সভায় নিয়ে আসা হয়েছে।