আনন্দ সকাল (১): করোনা আবহে দুর্গাপুজো নিয়ে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের, আর কী কী পর্যবেক্ষণ আদালতের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 10:30 AM (IST)
দর্শকশূন্য থাকবে মণ্ডপ। রাজ্যের সব পুজো মণ্ডপ এবার নো এন্ট্রি জোন। পুজোর ভিড়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। ভেতরে ঢুকতে পারবে সর্বোচ্চ ২৫ জন কর্মকর্তা। মানুষের জীবনই যেখানে সঙ্কটে, সেখানে দুর্গাপুজোর সেলিব্রেশন কীভাবে হবে? ঐতিহাসিক রায়ের পর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। নির্দেশ কতটা মানা হল তা হলফনামা আকারে রাজ্য পুলিশের ডিজিকে জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।