Morning Top Story: সোমবার আসছেন শাহ, ১৮ ও ২০ তারিখ আসছেন প্রধানমন্ত্রী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম দফা ভোটের আগে ফের রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি সূত্রে খবর, আগামী ১৫ মার্চ রাজ্যে আসবেন তিনি। এরপর আবার আসবেন ১৯ মার্চ। ওই সময়েই আগামী ১৮ মার্চ ও ২০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) রাজ্যে প্রচারে আসার কথা। বিজেপি সূত্রে খবর, শাহ রাজ্যে একাধিক সভা ও রোড শো করবেন। বিশিষ্টদের সঙ্গেও তাঁর সাক্ষাতের ব্যবস্থা করছে বিজেপি।
এদিকে পুরুলিয়ার পর এবার কোচবিহার (Cooch Behar), আসন ঘিরে আবারও জট বাম-কংগ্রেস-আইএসএফ (Left, Congres, ISF) জোটে। জোটের তরফে কোচবিহারের প্রার্থীতালিকা প্রকাশ করা না হলেও ঠিক হয়েছে সিপিএমের জন্য ৩টি, ফরওয়ার্ড ব্লকের (Forward Block) জন্য ৪টি এবং কংগ্রেসের জন্য ২টি আসন ধার্য করা হয়েছে। কংগ্রেসের জন্য বরাদ্দ করা হয়েছে তুফানগঞ্জ (Tufanganj) ও সিতাই কেন্দ্র (Sitai)। তবে কংগ্রেসের একাংশের দাবি কোচবিহার উত্তর, দক্ষিণ ও নাটাবাড়িতে (Natabari) বেশি শক্তিশালী দল তারা। এই তিনটি আসনে নিজেদের প্রার্থী না পেলে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যে তিনটি আসন তাঁরা দাবি করছেন সেই ৩টি কেন্দ্রে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের বিদায়ী বিধায়ক। এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে সিপিএমের (CPM) জেলা নেতৃত্ব।