Ananda Sakal IV: Bird Flu-র সংক্রমণের গতিতে চিন্তিত Prime Minister, কন্যা সন্তান এল বিরুস্কার পরিবারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2021 01:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ইতিমধ্যেই ১০ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। সেই আবহে বার্ড ফ্লু নিয়ে এবার সতর্কতা জারি হয়েছে আলিপুর চিড়িয়াখানাতেও (Alipore Zoo)। পাখিদের খাঁচা, গাছ ও জলাশয়গুলিতে বিশেষ জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। চিড়িয়াখানার পাখি ও পরিযায়ী পাখিদের উপর নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষা করা হচ্ছে পাখিদের বর্জ্য পদার্থ। সংক্রমণ এড়াতে পাখিদের উপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে আলিপুর চিড়িয়াখানার তরফে। অন্যদিকে আজ স্বামীজির জন্মদিন উপলক্ষে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে আসেন শশী পাঁজা। তিনি জানান, "শুভবুদ্ধি উদয় হোক সকলেই চাইবেন। কিন্তু এখানে প্রতিবছর আমরা আসি। নিশ্চুপে শ্রদ্ধা জানিয়ে চলে যাই। কিন্তু এবার ভারত মাতা কি জয়, রাজনৈতিক স্লোগান যা দেখলাম, তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তো মনে আসেই। প্রতি জায়গায় প্রতি স্লোগান ঠিক নয়। দরকার হলে স্বামীজির নামে জয়ধ্বনি দিন।" অন্যদিকে শুভেন্দু অধিকারী জানান, "এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আজ সাধারণ নাগরিক হিসেবে এসেছি।" পাশাপাশি কন্যা সন্তানের বাবা হলেন বিরাট কোহলি। ট্যুইট করে জানালেন সেই কথা।