Ananda Sakal IV: তফশিলি সেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিশানায় দলত্যাগীরা, নন্দীগ্রাম দাঁড়ানো নিয়ে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2021 12:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ফের তৃণমূলত্যাগীদের বিরুদ্ধে জোরালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তারপর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সুরে, নিয়োগ নিয়ে কালীঘাটের উদ্দেশে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের বিদ্রোহীদের দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদানের প্রসঙ্গ ফের টেনে যখন আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় তখন নন্দীগ্রামে তাঁর দাঁড়ানো নিয়ে চ্যালেঞ্জের সুর শুভেন্দুর গলায়। এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার সময়সীমা বেড়েছে।
বঙ্গের মতুয়া মহলে (Matua Community) তৈরি হওয়া অসন্তোষকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধেছেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। অন্যদিকে গরু পাচার-কাণ্ডে বৃহস্পতিবার আব্দুল বারিক বিশ্বাসকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু তাঁর জবাবে অসন্তুষ্ট কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থা। আগামী ১২ ফেব্রুয়ারি ফের তাঁকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার নিজাম প্যালেসের অফিসে হাজিরা ছিল আব্দুল বারিক বিশ্বাসের।
বঙ্গের মতুয়া মহলে (Matua Community) তৈরি হওয়া অসন্তোষকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধেছেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। অন্যদিকে গরু পাচার-কাণ্ডে বৃহস্পতিবার আব্দুল বারিক বিশ্বাসকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু তাঁর জবাবে অসন্তুষ্ট কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থা। আগামী ১২ ফেব্রুয়ারি ফের তাঁকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার নিজাম প্যালেসের অফিসে হাজিরা ছিল আব্দুল বারিক বিশ্বাসের।