Ananda Sakal IV: 'মতুয়াদের চাওয়া পাওয়া রাখা হচ্ছে না', নিজের দলের বিরুদ্ধেই সুর চড়ালেন শান্তনু ঠাকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2020 12:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসছে বিধানসভা ভোট. এখনও কার্যকর হয়নি CAA। এই নিয়ে লাগাতার পরোক্ষে নিজের দলের ওপর চাপ তৈরী করে চলেছে বনগাঁর বিজেপি সংসদ Shantanu Thakur। এই প্রেক্ষাপটে ঠাকুরনগরে রাস উৎসব থেকে ফের একবার সতর্কবার্তা শোনা গেল মতুয়া ঠাকুরবাড়ির সদস্যের গলায়। অন্যদিকে Assembly Election-র আগে উত্তপ্ত পাহাড়ের রাজনীতি। গতকাল কার্শিয়াঙে গোর্খা জনমুক্তি মোর্চার জনসভায় বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন Roshan Giri। আস্থা প্রকাশ করলেন Mamata Banerjee-র প্রতি। পাহাড়ের মানুষ BJP-র সঙ্গেই আছে পাল্টা দাবি বিজেপির। একুশের ভোট টার্গেট মতুয়া ভোট। মতুয়া প্রভাবিত বনগাঁর গোপালনগরে আগামী ৯ ডিসেম্বর সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভয় পেয়েই মমতার সভা, খোঁচা BJP-র।