আনন্দ সকাল (৪): ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকবিতা লেখা থেকে আবৃত্তি, পত্রিকা সম্পাদনা। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ‘মৃত্যু, আয় তিনপাত্তি খেলি আয়’, মৃত্যুর সঙ্গে তিনপাত্তি খেলতে চেয়েছিলেন। সেই খেলায় অবশ্য জিততে পারলেন না। ৪০ দিনের লড়াই শেষ করে মঞ্চ থেকে বিদায় অভিনেতার। অপুর সংসার থেকে সাঁঝবাতি, একের পর এক হিট ছবি। শর্মিলা, অপর্ণা, সাবিত্রী থেকে স্বাতীলেখা, লিলি। পর্দায় প্রতিবার নতুন জুটি গড়েছেন সৌমিত্র। প্রিয় নায়কের মৃত্যুতে স্মৃতির সারণি বেয়ে যাত্রা তাঁর নায়িকাদের। আবার অন্যদিকে আজ ভাইফোঁটা, ভাইদের দীর্ঘায়ু কামনার দিন আজ। ভাইদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করছেন বোনেরা। সকাল থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে ভিড়। তবে অনেকেই জানাচ্ছেন, এবার মিষ্টির দাম অনেক বেশি। পাশাপাশি বাজারদরও অনেকটাই চড়া। তবে, একটাই তো ভাই, তাই সেসবে আমল দিতে নারাজ এক দিদি।