Morning News: মইদুল-মৃত্যুর আঁচ রাজধানীতেও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্ন অভিযানে আহত DYFI নেতার মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বাম ছাত্র-যুবদের বিক্ষোভ আছড়ে পড়ে দিল্লির বঙ্গ ভবনে। জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের (Aishi Ghosh) নেতৃত্বে বঙ্গ ভবনে যান দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) ও জেএনইউ-র (JNU) পড়ুয়ারা। কিন্তু বঙ্গ ভবনের ৫০০ মিটার আগেই তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলার পর রাস্তাতেই বসে পড়েন বাম কর্মী-সমর্থকরা। এদিকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর এবার মৃত DYFI নেতার বাড়িতে গেলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী। বাঁকুড়ার কোতুলপুরে বাড়িতে গিয়ে পরিবারের একজনকে দিলেন চাকরি দেওয়ার আশ্বাস। চাকরি দিলেই কি সব সমস্যার সমাধান হবে? প্রশ্ন বামেদের। অন্যদিকে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় ফের তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ দুই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। বাইকও ভাঙচুর করা হয়। ঘটনার সূত্রপাত দিনহাটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে।