Ananda Sakal IV: ''ডায়মন্ড হারবারে তৃণমূল যা করেছে, তার তুলনায় এটা কিছুই না', বঙ্গভবনে হামলা প্রসঙ্গে সায়ন্তন বসু
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppJP Nadda-র কনভয়ে হামলার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ। বঙ্গভবনে চালানো হল হামলা। অভিযুক্ত বিজেপি। দিল্লিতে অভিষেকের বাড়ির সামনে বিক্ষোভ। বাড়ির দেওয়ালে লেপা হল কালো কালি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফে সৌগত রায় জানান, আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, জানালেন বর্ষীয়ান এই নেতা। পাল্টা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। তবে করা ঘটিয়েছে তার বিচার হবে। ধর্মের কল বাতাসে নড়ে, নিউটনের সূত্র, যা দেবে তাই ফেরত পাবে'। 'ডায়মন্ড হারবারে তৃণমূল যা করেছে তার তুলনায় এটা কিছুই না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তৃণমূলের কাছে এটাই অনুরোধ', কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসুর। আগামীদিনে যা প্রতিক্রিয়া আসছে, তা থেকে কোনও তৃণমূল নেতা বাঁচতে পারবে না, কটাক্ষ সায়ন্তনের।
অন্যদিকে এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattacharya। ভেন্টিলেশনে থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শুরু হতে পারে তাঁর ভেন্টিলেশন সাপোর্ট কমানোর প্রক্রিয়া। পরিবারের সঙ্গে আলোচনা করে শুরু হবে সেই প্রক্রিয়া, জানানো হয়েছে হাসপাতালের তরফে। কতটা সাড়া দিচ্ছেন সেই বুঝে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে দেওয়া হচ্ছে তরল খাবার। সংক্রমণ ঠেকাতে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক।