সংক্রমণ-শঙ্কায় কাশীপুর উদ্যানবাটিতে ভক্তহীন কল্পতরু উৎসব পালিত, সঙ্গে অন্য খবর দেখুন Ananda Sakal এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2021 12:24 PM (IST)
বর্ষবরণের রাতে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা। ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের পার্টি চলাকালীন ছাদ থেকে পড়ে যান অপু মল্লিক নামের ওই যুবক। মত্ত অবস্থায় রেলিং টপকে মাটিতে পড়ে যান তিনি। সেই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে "বিনয় মিশ্র খুব প্রভাবশালী লোক, তা সবাই জানে। কেন প্রভাবশালী ও পরিচিত তাও সবাই জানে। পশ্চিমবঙ্গে এই যে দুর্নীতি, হিংসা, অসামাজিক কার্যকলাপের যে এত বাড়বাড়ন্ত, তার পেছনে এরকম অনৈতিক প্রভাব রয়েছে। আর এটা যারা চালায়, তাদের নামও সবাই জানে", গরু পাচারকাণ্ডে কলকাতার ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে আজ ভক্ত ছাড়াই কল্পতরু উৎসব পালন হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে।