আনন্দ সকাল (৪): দুর্গাপুর ব্যারাজে ভাঙা লকগেট মেরামতির কাজ শুরু বিকেলে, সঙ্গে অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ নিয়ে ৩ দিন হতে চলল, কিন্তু এখনও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতির কাজ। শুধু যে স্থানীয়রা জল সঙ্কটে পড়তে পারেন তাই নয়, বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এর জোরদার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে যদি জল সরবরাহ না হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আসানসোলবাসীরা জলসঙ্কটের ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তিতে। কারণ জানানো হচ্ছে, মাইথন ও পাঞ্চেৎ থেকে যদি জল সরবরাহ বন্ধও হয়ে যায় সেক্ষেত্রে জল সঙ্কটের কোনও সম্ভাবনা নেই আসানসোলে। আসানসোল পুরসভার তরফে জানানো হয়েছে যে নদীগর্ভে যেভাবে জল সঞ্চয় করে রাখা হয়েছে সেক্ষেত্রে আগামী ৭ থেকে ১০ দিন কোনও জল সঙ্কটের সম্ভাবনা নেই। আজ লক গেট সংলগ্ন এলাকায় বালির বস্তা ফেলে জল আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। এই প্রক্রিয়া আজ দুপুর পর্যন্ত চলবে, তারপরেই লক গেট মেরামতির কাজ শুরু করা সম্ভব বলে জানাচ্ছে সেচ দফতর।