Ananda Sakal IV: কুণাল-শোভন তরজা থেকে অভিষেকের ট্রাম্প-কটাক্ষ, ভোটের আগে রাজনীতিতে চড়ছে পারদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2021 12:25 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ছবি দেখিয়ে আইকোর চিটফান্ডের সঙ্গে শোভনের জড়িত থাকার দাবিও করলেন তৃণমূলের মুখপাত্র। যদিও প্রাক্তন মেয়রের দাবি, অর্ধসত্য বলছেন কুণাল। সারদা (Sarada Scam) থেকে নারদ (Narad Scam), একাধিক চিটফান্ড নিয়ে তুঙ্গে উঠল দু’পক্ষের তরজা। বাদ গেলেন না বৈশাখীও (Baishakhi Banerjee)।
বিবেকানন্দর (Swami Vivekananda) জন্মজয়ন্তীতে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘাত। বঙ্গ রাজনীতির ময়দানে উঠে এল গুজরাতের নমস্তে ট্রাম্প (Namaste Trump) অনুষ্ঠানের প্রসঙ্গ। যে ট্রাম্প ভারতে এসে বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করেছিলেন, তখন পাশে বসে মোদি তাঁর ভুল ধরিয়ে দেননি! কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও (BJP)।
অন্যদিকে কোচবিহারের নাটাবাড়িতে বিজেপিতে (BJP) ভাঙন। তৃণমূলে (TMC) যোগ দিয়েছে ৪২টি পরিবার। গতকাল নাটাবাড়ি বিধানসভার বলরামপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। মন্ত্রীর দাবি, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগদান। অন্যদিকে বিজেপির কটাক্ষ, ভোটের আগে সবটাই লোক দেখানো।
বিবেকানন্দর (Swami Vivekananda) জন্মজয়ন্তীতে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘাত। বঙ্গ রাজনীতির ময়দানে উঠে এল গুজরাতের নমস্তে ট্রাম্প (Namaste Trump) অনুষ্ঠানের প্রসঙ্গ। যে ট্রাম্প ভারতে এসে বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করেছিলেন, তখন পাশে বসে মোদি তাঁর ভুল ধরিয়ে দেননি! কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও (BJP)।
অন্যদিকে কোচবিহারের নাটাবাড়িতে বিজেপিতে (BJP) ভাঙন। তৃণমূলে (TMC) যোগ দিয়েছে ৪২টি পরিবার। গতকাল নাটাবাড়ি বিধানসভার বলরামপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। মন্ত্রীর দাবি, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগদান। অন্যদিকে বিজেপির কটাক্ষ, ভোটের আগে সবটাই লোক দেখানো।