Ananda Sakal IV: পার্টি থেকে ফেরার পথে চলন্ত গাড়িতে শ্লীলতাহানির শিকার তরুণী, বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের, সঙ্গে আরও খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2020 12:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কলকাতাতেও করোনার UK স্ট্রেন। ব্রিটেন ফেরত কলকাতার এক তরুণের শরীরে মিলল সংক্রমণ। এপ্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার বলেন, 'ভাইরাস অনেকটা রাজনৈতিক দলের নেতাদের মতো। দলবদল, ভোলবদল করতে তারা খুব অভ্যস্ত। এই নিয়ে খুব একটা প্যানিক করার প্রয়োজন নেই।" পাশাপাশি তিনি মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে ফের কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বান্ধবীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা ২১ বছরের ওই তরুণী। পার্টি শেষে অভিযোগকারিনী সহ মোট চার জন গাড়ি করে বেরিয়ে যান। কলকাতার বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে থাকেন তারা। সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন আরও দুই যুবক ও এক তরুণী। বছর শেষ হতে চলল। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে দিল্লি-হরিয়ানা সীমানায়। সেই আন্দোলনের আঁচ পড়েছে এই রাজ্যেও। কলকাতা থেকে জলপাইগুড়ি, মোদি সরকারের কৃষি আইনের বিরোধিতায় চলছে আন্দোলন।