Bangladesh News: কাঁটাতারে আপত্তি বিজিবির, বারংবার বাধা। নেপথ্যের কারণ কী?

Continues below advertisement

Bangladesh: দফায় দফায় বৈষ্ণবনগর সীমান্তে অশান্তি। বিএসএফের কড়া পাহারা, গুলির হুঁশিয়ারি বিজিবির। কাঁটাতার বসানো নিয়ে অশান্তি বিএসএফ-বিজিবির। ভারতীয় ভূখন্ডকে বিতর্কিত জমি বলে দাবি বিজিবির। মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাঙ্কার বাংলাদেশের! সীমান্তে কাঁটাতারে কেন আপত্তি BGB-র? অবাধে অনুপ্রবেশের সুযোগ করে দিতেই কি কাঁটাতারে আপত্তি?

 

বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা:

কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram