কনটেনমেন্ট জোনের বাইরে স্টেডিয়াম, করোনা-বিধি মেনে ১০০% আসনের অনুমতি রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2021 03:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
উত্তর প্রদেশের রামপুর যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত প্রিয়াঙ্কা গাঁধীর (Priyanka Gandhi) গাড়ি। গাড়ির ওয়াইপারে ছিল না জল। উইন্ডশিল্ডে আচমকা আবর্জনা এসে পড়ায় ব্রেক কষতে হয় চালককে। পিছনে এসে প্রিয়াঙ্কার গাড়িকে ধাক্কা মারে কনভয়ের অন্য গাড়ি। ক্ষতি হয়েছে গাড়ির, তবে আঘাত লাগেনি কংগ্রেস নেত্রীর। অন্যদিকে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ২ মাস ধরে লাগাতার চলা কৃষক আন্দোলন ঘিরে ইতিমধ্যেই বিব্রত মোদি সরকার। এই পরিস্থিতিতে ভারতের কৃষক আন্দোলন এখন গোটা বিশ্বের নজরে। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন বিশ্বখ্যাত পপস্টার রিহানা (Rihanna), কিশোরী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) এবং প্রাক্তন পর্ণস্টার মিয়া খলিফা (Mia Khalifa)। পাল্টা ট্যুইটারে সরব হলেন মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত অক্ষয় কুমার (Akshay Kumar), কঙ্গনা রানাউত, অজয় দেবগণরা। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। সশরীরে হাজির থেকে পঠন-পাঠন শুরুর উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। এবার কনটেনমেন্ট জোনের বাইরে স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল খোলার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন। সরকারি নির্দেশিকায় কনটেনমেন্ট জোনের বাইরে স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্সে ১০০% আসন অনুমতি। তবে মানতে হবে কোভিড বিধি।