Ananda Sakal IV: রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে নেই রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ ৪ মন্ত্রী, দল-বদলের আবহে অন্য কিছুর আভাস নয় তো?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Dec 2020 12:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে না বাসের ভাড়া। এই পরিস্থিতিতে বাস লোকসানে চলছে, এই অভিযোগ করে আজ থেকে কলকাতায় বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। এক বাস মালিক জানান, "মাসে কাগজের জন্য ১০ হাজার টাকা দিতে হয়, দৈনিক ২০০ টাকা কেস হিসেবে দিতে হয়, করোনা পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার পরও কোনও টাকা পাইনি। যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, বন্ধ থাকবে বাস পরিষেবা।" অন্যদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত চার মন্ত্রী। ছিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং চন্দ্রনাথ সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কেন অনুপস্থিত চার মন্ত্রী? শুরু হয়েছে জল্পনা। বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের আরেক হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কী করবেন? তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে অনুপস্থিত থাকলেন তিনি। তবে শুধু রাজীব এক নন, মঙ্গলবারের বৈঠকে ছিলেন না উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁরা অবশ্য তাঁদের অনুপস্থিতির জন্য নানা কারণ দেখিয়েছেন।