Ananda Sakal IV: করোনার কোপে ভিড়শূন্য গঙ্গাসাগরে পুণ্যস্নান, সমুদ্রতটে ড্রোনের মাধ্যমে নজরদারি, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jan 2021 01:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কয়লাকাণ্ডে তদন্তে বারবার অনুপ মাঝি ওরফে লালার নাম বারবার উঠে এসেছে। এবার লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই (CBI)। ইতিমধ্যেই লালাকে তিন বার হাজিরার নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। এর পরেই লালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আসানসোল আদালত।
অন্যদিকে প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহ (K D Singh) গ্রেফতার হতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। তৃণমূল (TMC) দাবি করছে, তাদের সঙ্গে কেডি-র দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই। যদিও শিল্পপতি কে ডি সিংহকে কেন তৃণমূল সাংসদ করেছিল, কী উদ্দেশ্যে? কেডি-র কাছ থেকে তারা কী কী সুবিধা নিয়েছিল? এই প্রশ্ন তুলে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা।
অন্যদিকে করোনা আবহেই আজ মকর সংক্রান্তিতে (Makar Sankranti) গঙ্গাসাগরে পুণ্যস্নান। চলছে উপকূলরক্ষাবাহিনী, নৌবাহিনীর টহলদারি। প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force)। সমুদ্রতটে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে।
অন্যদিকে প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহ (K D Singh) গ্রেফতার হতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। তৃণমূল (TMC) দাবি করছে, তাদের সঙ্গে কেডি-র দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই। যদিও শিল্পপতি কে ডি সিংহকে কেন তৃণমূল সাংসদ করেছিল, কী উদ্দেশ্যে? কেডি-র কাছ থেকে তারা কী কী সুবিধা নিয়েছিল? এই প্রশ্ন তুলে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা।
অন্যদিকে করোনা আবহেই আজ মকর সংক্রান্তিতে (Makar Sankranti) গঙ্গাসাগরে পুণ্যস্নান। চলছে উপকূলরক্ষাবাহিনী, নৌবাহিনীর টহলদারি। প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force)। সমুদ্রতটে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে।