Ananda Sakal IV: স্পিড পোস্টে পাঠালেন দলত্যাগের চিঠি, এবার বিজেপির পথে ডায়মন্ড হারবারের বিধায়কও?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 12:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। হলদিয়ায় (Haldia) একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। বিজেপির (BJP) দাবি, সরকারি অনুষ্ঠানের পাশাপাশি ওইদিন হলদিয়ার হেলিপ্যাড ময়দানে একটি রাজনৈতিক সভাতেও অংশ নেবেন মোদি। আর এই সভা ঘিরেই তৃণমূলে (TMC) ফের ভাঙনের জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya) বনাম বেচারাম মান্না (Becharam Manna)। সিঙ্গুর ও হরিপালের দুই তৃণমূল (TMC) বিধায়কের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। এবার মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ঘিরেও সামনে চলে এল দুই শিবিরের অন্তর্কলহ। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায়দের (Rajib Banerjee) পর এবার দীপক হালদার (Dipak Haldar)। তৃণমূল কংগ্রেস ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক। আগে জানলে টিকিট দিতাম না, দলত্যাগীদের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এবার ভাঙন ধরল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড়ে। তৃণমূল কংগ্রেস ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। এদিকে বাজেটের পরদিনও চাঙ্গা শেয়ার বাজার। চোদ্দোশোর বেশি পয়েন্ট চড়ল সেনসেক্স। বাজেটের পরদিনই ৫০,০০০ ছুঁয়েছে সূচক। একই সঙ্গে প্রায় চারশো পয়েন্ট উঠেছে নিফটি।