Ananda Sakal IV: দেশে corona আক্রান্তের সংখ্যা পার করল ৯১ লক্ষের গণ্ডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2020 11:50 AM (IST)
ফের প্রকাশ্যে Sadhan Pandey ও Paresh Pal-র কোন্দল। ইলিশ উৎসব থেকে প্রোমোটিং ও দুষ্কৃতীদের দৌরাত্ম্যে মদত নিয়ে দলের বিধায়ককে আক্রমণ মন্ত্রীর। দরজা খোলা আছে, তৃণমূল বিধায়ককে আহ্বান Dilip Ghosh-র। নাম না করে পরেশ পালকে আক্রমণ করেন মন্ত্রী সাধন পাণ্ডে। পাল্টা নাম না নিয়েই জবাব দেন পরেশ পাল। অন্যদিকে দেশে Covid-19-এ আক্রান্তের সংখ্যা ৯১ লক্ষ ছাড়াল। বাড়ল দৈনিক মৃত্যু এবং সংক্রমণ এবং সুস্থতা। ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার। মৃত্যু হয়েছে ৫১১ জনের। একদিনে সুস্থ ৪১ হাজার। বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার।
বেঙ্গল সাফারিতে তিন খুদে ব্র্যাঘ শাবকের খুনসুটি সহ একাধিক খবর।