North 24 Parganas: পুজো কমিটির মিটিংয়ে বচসা, মারধরের অভিযোগ! মৃত্যু ১ ব্যক্তির। ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ব্যারাকপুরে ক্লাবের পুজোর দখল নিতে তৃণমূল (TMC) কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযোগ, ওডিসি ক্লাবের পুজো দখল করতে চাইছেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। অভিযোগ, গতকাল পুজো কমিটির মিটিংয়ে গতবারের পুজোর খরচের হিসাব চাওয়া নিয়ে বচসা বাধে। এক ক্লাব সদস্যার স্বামীকে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা মারধর করে বলে অভিযোগ। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। 'মিটিংয়ে ছিলেন না ওই ব্যক্তি, অসুস্থ হয়ে রিকশ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়'। দাবি তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়ের। তদন্তের আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের পুরপ্রধান। ঘটনাটি নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধীরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।