Ananda Sakal IV: 'মিটিংয়ে যা হয়েছে তাই বলেছি', শুভেন্দু প্রসঙ্গে বললেন Saugata Roy
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Dec 2020 12:21 PM (IST)
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)-র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। সূত্রের খবর, মধ্যস্থতাকারী সৌগত রায়কে WhatsApp-এ তিনি জানান, একসঙ্গে কাজ করা সম্ভব নয়। তাহলে এবার শুভেন্দু কী করবেন? তা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। ধর্ষণ নিয়ে অগ্নিমিত্রা পালের বিতর্কিত মন্তব্যের এক সপ্তাহ পর একই অস্ত্র ব্যবহার BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও (Locket Chatterjee)। তিনি বলেন, 'উঠল আওয়াজ বঙ্গে, ধর্ষণকারীরা দিদির সঙ্গে।'