আনন্দ সকাল (Seg 1): চার বিধানসভায় বিজেপির জয়জয়কার, পাঞ্জাবে ইতিহাস আপের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই বিজেপির (BJP) জয়জয়কার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। বড় চমক দিয়ে, কংগ্রেসের থেকে পাঞ্জাব ছিনিয়ে নিল আম আদমি পার্টি (AAP)। পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস। গোয়ায় দাগ কাটতে ব্যর্থ তৃণমূল (TMC)।
উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে কিনা, তা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। শুভেন্দু অধিকারী বলছেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে পঁচিশটিরও বেশি আসন পাবে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলের কোনও প্রভাব পড়বে না।
অফিস টাইমে হাওড়া-গোঘাট শাখার (Howrah-Goghat Division) নসিবপুর স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ আরামবাগ লোকাল (Arambagh Local) ও ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে ভোরবেলার দুটি ডাউন ট্রেন চলছে না। পরের ট্রেনগুলিও নির্ধারিত সময়ে না আসায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। রেল কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এদিন সকাল ৬টা ২০ থেকে নসিবপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। ঘটনাস্থলে আরপিএফ, জিআরপি ও সিঙ্গুর থানার পুলিশ।
নবান্নর (Nabanna) কাছে আগুন। ভোর ৪টে নাগাদ শিবপুর থানা এলাকার মনসাতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের নীচে ঘুঁটের স্তূপে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। মাসকয়েক আগে একই জায়গায় একটি সরকারি অফিসের পিছনে খড়ের গাদায় আগুন লাগে।