Ananda Sakal (Seg 1): বগটুই-কাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করতে রামপুরহাট মেডিক্যালের CCTV ফুটেজ সংগ্রহ CBI-এর।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরোধীদের খুন, ধর্ষণ করে ক্ষমতা দখল করতে চাই না। লোকসভায় তৃণমূলকে আক্রমণে অমিত শাহ। পরিকল্পিত আক্রমণ দেখছে তৃণমূল। গুজরাত টেনে খোঁচা বাম-কংগ্রেসের। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করল বিজেপির ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্য মাফিয়াদের টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে এমনই উল্লেখ।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করল বিজেপির ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্য মাফিয়াদের টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে এমনই উল্লেখ।
রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করতে এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ২১ মার্চ ভাদু শেখ খুন হওয়ার পর তাঁর দেহ আনা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই সময় তাঁর একশোর বেশি অনুগামী হাসপাতালে ভিড় করেছিলেন। কারা এসেছিলেন হাসপাতালে? তাঁদের কেউ বগটুই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা জানতে ২১ মার্চ সন্ধে থেকে ২২ মার্চ সন্ধে পর্যন্ত হাসপাতালের ২৬টি সিসি ক্যামেরার ফুটেজ গতকাল সংগ্রহ করে নিয়ে যান সিবিআইয়ের অফিসাররা। এই ফুটেজ এর আগে সংগ্রহ করেছিল সিট। অভিযোগ, সিটের থেকে সেই ফুটেজ পায়নি সিবিআই। এবার তারা নিজেরাই সংগ্রহ করল ফুটেজ।