Bank Robbery: সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ব্যাঙ্কে লুঠ! মহেশতলায় ব্যাঙ্কে লুঠের কিনারা করল পুলিশ

Continues below advertisement

ABP Ananda Live: মহেশতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লুঠের কিনারা করল পুলিশ। এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করল CID। স্পেশাল অপারেশন গ্রুপ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার উস্তি ও হাওড়ার উলুবেড়িয়া থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ৭৫ লক্ষ নগদ ও কয়েক কোটির গয়না। পুলিশ সূত্রে খবর, ধৃত আরিফ হোসেন মহেশতলার SBI শাখার চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মী, ২ মাস আগে তার কাজ চলে যায়। এই ঘটনায় প্রাক্তন অস্থায়ী কর্মী, তার স্ত্রী ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

আরও খবর, হাতি দেখতে আসাই কাল হল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে হাতির আক্রমণে মৃত্যু হল ১৪ বছরের কিশোরের। ৮ ঘণ্টা পর হাতিগেরিয়া জঙ্গল থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণির ছাত্রের দেহ। বৃহস্পতিবার ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে ঢোকে ৬০-৬৫টি হাতির দল।কয়েকদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল হাতি দেখতে জঙ্গলে ঢোকে ১৪ বছরের দেবব্রত মাহাতো। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। রাত ১১টা নাগাদ জঙ্গল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। গতকাল রাতে তেলিপুকুর এলাকায় ৩টি বাড়িতে ভাঙচুর ও ধান খেত তছনছ করে হাতির দল। আতঙ্কিত গ্রামবাসীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram