Ananda Sakal (Seg 1): ইউক্রেনে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন ঘিরে উদ্বেগ, জেলেনস্কি-বাইডেন কথা।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার দাবি, জাফোরজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে গুলি চালাতে শুরু করে রুশ সেনা। এরপরই আগুন ছড়িয়ে পড়ে। জাফোরজিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হলে তা চেরনোবিলের তুলনায় দশগুণ বেশি ভয়ানক হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
কিভ, খারকিভ, মারিউপোল থেকে ভোলিন - ইউক্রেনের একের পর এক শহরকে টার্গেট করেছে রাশিয়ার সেনা বাহিনী। প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেন। বিভিন্ন শহরে ঢোকার মুখে একাধিক সেতু ধ্বংস করে দিয়েছে তারা। পাল্টা কৌশল নিয়ে এগোচ্ছে রুশ সেনাও।