আনন্দ সকাল (Seg 1): হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কত্থক-কিংবদন্তি বিরজু মহারাজ | Bangla News

Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ (Pt. Birju Maharaj)। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কত্থক-গুরুর। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে নাতি-নাতনিদের সঙ্গে বসে অন্ত্যাক্ষরী খেলছিলেন বিরজু মহারাজ। সংজ্ঞাহীন হয়ে পড়ায়, দিল্লির (Delhi) সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কত্থক-সম্রাটের।১৯৩৮-এর ৪ ফেব্রুয়ারি লখনউতে জন্ম। আসল নাম ব্রিজমোহন মিশ্র। কত্থক নৃত্যে লখনউ ঘরানার শিল্পী পরিচিত হয়ে ওঠেন পণ্ডিত বিরজু মহারাজ নামে। তাঁর বাবা ও গুরু অচ্ছন মহারাজ, দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজও প্রখ্যাত কত্থক-শিল্পী।
প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaonli Mitra)। গতকাল বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর ইচ্ছাপত্র অনুযায়ী, সবার অগোচরে হয় শেষকৃত্য। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। 'বহুদিনের সহকর্মী ও সুহৃদ হিসেবে মনের মণিকোঠায় থাকবেন,' শোকবার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।
কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস? খতিয়ে দেখতে তদন্ত শুরু কমিশনার অফ রেলওয়ে সেফটির। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে।
ট্র্যাকম্যান ও চালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন দত্তপুকুর লোকাল। গতকাল ভোরে বামনগাছি ও বারাসাত স্টেশনের মাঝখানে ঘটনাটি ঘটে। ট্রেন দাঁড় করিয়ে দ্রুত ট্র্যাক মেরামত করেন রেলকর্মীরা। তাপমাত্রার তারতম্যের জন্যই এই বিপত্তি বলে অনুমান রেল কর্তৃপক্ষের।