ABP News

Suvendu Adhikari: 'বিরোধী দলনেতা মমতার পুলিশের হাতে আক্রান্ত', তীব্র আক্রমণ শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda Live: হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতা। পুরমন্ত্রীর পরে বেলগাছিয়ায় বিরোধী দলনেতা। ক্ষতিগ্রস্তদের খাবার পরিবেশন শুভেন্দু অধিকারীর। এলাকাবাসীদের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা। 'ঘর না পেলে জানাবেন। ১০০ পরিবারকে ৫ হাজার টাকা দিলাম',বললেন শুভেন্দু।

 

পার্কিং বিবাদে নিউটাউনে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব! 

 

পার্কিং বিবাদে নিউটাউনে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব! দিনের আলোয় দলবল নিয়ে আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষীকে মার! দলবল নিয়ে অভিজাত আবাসনে ঢুকে তাণ্ডব, আতঙ্কে আবাসিকরা। সিসি ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও এখনও অভিযুক্তরা অধরা থাকায় আতঙ্ক। অভিযোগ করলেও অনলাইন ডেলিভারি সংস্থার মুখে কুলুপ, দাবি আবাসিকদের। তদন্ত শুরু হয়েছে, গ্রিন উড সোনাটায় হামলায় দাবি ইকো পার্ক সূত্রে। 

দমকলমন্ত্রীর সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শাসনে সংঘাত!

দমকলমন্ত্রীর সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শাসনে সংঘাত! ভোটার তালিকা নিয়ে বৈঠকে সুজিত, দলবল নিয়ে বিক্ষোভ। যাদের নাম ঘোষণা হবে, তারা ছাড়া সবাইকে বেরোতে নির্দেশ মন্ত্রীর 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram