Ananda sakal : রাতভর বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে ঘেরাও রেজিস্ট্রার ও জনসংযোগ আধিকারিক। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯ ঘণ্টা পার। হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে বিশ্বভারতীর (Visva Bharati) সেন্ট্রাল অফিসে নিজের দফতরে ঘেরাও রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। বিক্ষোভকারীদের দেওয়া ভিডিওতে দেখা যায়, আজ ভোরের দিকে হামাগুড়ি দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন রেজিস্ট্রার। শুয়ে পড়ে পাল্টা প্রতিরোধ গড়েন পড়ুয়ারা। রেজিস্ট্রারের দাবি, ধর্মীয় রীতি পালনে বাইরে যাওয়ার চেষ্টা করায় তাঁকে আটকানো হয়। পাল্টা বিক্ষোভকারীদের দাবি, রেজিস্ট্রার নিজেই নাটক করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে গতকাল বেলা ১২টা থেকে বিশ্বভারতীতে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়। বন্ধ সব বিভাগের পঠনপাঠন।
এদিকে, ইউক্রেনে (Ukraine) আটকে থাকা ভারতীয়দের ফেরানো নিয়ে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। রাজনৈতিক বিরোধিতা সরিয়ে রেখে পাশে থাকার বার্তা। সর্বদল বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে নিজে সর্বদল বৈঠক করুন, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির।