Durga Puja: ভবানীপুরের ৭০ পল্লির পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করলেন স্তোত্রপাঠ
ABP Ananda Live:পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।ভবানীপুরের ৭০ পল্লির পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়।পুজোর আগে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে শহরের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘুরে দেখে উদ্যোক্তা এবং পুলিশের আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শও দেন তিনি।
আরওখবর:বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ১০ দফা দাবি নিয়ে মিছিল জুনিয়র ডাক্তারদের।
আরওখবর:ধর্ষণ ও খুনকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল বলে মনে হচ্ছে। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে,' সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দু-জনই প্রভাবশালী ব্যক্তি, দাবি সিবিআই-এর।
আরওখবর:'আর জি করের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। সন্দীপ ও অভিজিৎ-এর মোবাইল ফোন থেকে বেশ কিছু তথ্য মিলেছে', আদালতে বিস্ফোরক দাবি সিবিআই-এর।
আরওখবর:অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলকে নিশানা করে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা। বোমাবাজির হয়েছে, নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য এই ভিডিওই যথেষ্ট,' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে ট্যাগ করে পোস্ট শুভেন্দু অধিকারীর।