আনন্দ সকাল(Seg 1): 'প্রয়োজনে বিধানসভার দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক,' দেবাংশুর পোস্টে তোলপাড়|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্চায়েত ভোটের সন্ত্রাসের কথা মনে করিয়ে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করলেন অভিষেক-ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের। যা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর।
দক্ষিণ ২৪ পরগনার একাংশে, প্রথম তালিকার তৃণমূল প্রার্থীদেরই দাপট। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, তিনটে পুরসভার, কোথাও মনোনয়ন পেশ করেননি তৃণমূলের চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রার্থীরা। মহেশতলায় আবার একাধিক ওয়ার্ডে মনোনয়ন দিয়েছেন দুই তালিকার তৃণমূল প্রার্থীরাই।
মুর্শিদাবাদে বহরমপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গতকাল রাতে কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের বাড়িতে হানা দেয় কয়েকজন দুষ্কৃতী। ভাঙা হয় বাড়ির দরজা। বাইরে থেকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। রাতেই বহরমপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে।
পুরভোটের মুখে ফের অশান্তি বীরভূমে। রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বাড়িতে গতকাল রাতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল। অভিযোগ, বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডল ও তাঁর ভাইয়ের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। ইট ছুড়ে বাড়ির জানলার কাচ ভেঙে দেওয়া হয়। রাতেই রামপুরহাট থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবে বিজেপি প্রার্থীর এই অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ডাম্পারের ধাক্কায় আহত হলেন চারজন। গতকাল রাতে ওই দুর্ঘটনা ঘটেছে রঘুনাথগঞ্জ থানা এলাকার উমরপুরে। পুলিশ সূত্রে খবর, প্রচণ্ড গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাফিক পুলিশের কিয়স্কে ধাক্কা মারে। তারপর ধাক্কা মারে পাশের একটি গাছে। যদিও সে সময় কিয়স্কে কোনও পুলিশ কর্মী ছিলেন না। তবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারজন পথচারী আহত হন। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাম্পারের চালক ও খালাসি পলাতক।