আনন্দ সকাল (Seg 2): অস্ত্রভাণ্ডার! মাটি খুঁড়তেই উদ্ধার সারি সারি বন্দুক, গুলি! রহস্য গোয়ালতোড়ে | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রমাগত প্রধানমন্ত্রীকে চিঠি না লিখে মমতা বন্দ্যোপাধ্যায় বরং ডায়মন্ড হারবারে যে সমান্তরাল সরকার চলছে, সেদিকে নজর দিন, ট্যুইটে খোঁচা রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গোয়ালতোড়ে মাটি খুঁড়তেই উদ্ধার সারি সারি বন্দুক, গুলি! ১৫-২০ বছর আগের বন্দুক, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বাম জমানায় রাখা হয় অস্ত্রগুলি, অভিযোগ তৃণমূলের (TMC)। এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছে বিজেপি (BJP)।
বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের হুঁশিয়ারি। আর তা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। এনকাউন্টারের হুঁশিয়ারি দিয়েই বিতর্কে বনগাঁ দক্ষিণের এই বিজেপি বিধায়ক। তা নিয়েই চরমে উঠেছে রাজনৈতিক তরজাও। সমালোচনায় সরব তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
বিজেপির নতুন জেলা সভাপতিকে নিয়ে এবার ক্ষোভ পুরুলিয়াতেও। ‘ভূমিপুত্র নয় এমন কাউকে কেন বিজেপির জেলা সভাপতি?’ সূত্রের খবর, দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বিজেপির পাঁচ বিধায়ক। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকেও চিঠি দিয়েছেন তাঁরা।
সংস্কারের জন্য ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল সম্পূর্ণ বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport)। ব্যবসায়ীদের দাবি, ১৫দিন বিমান বন্ধ থাকলে ব্যবসায় বিপুল ক্ষতি হবে। বায়ুসেনার ওপর বিষয়টি নির্ভর করছে, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সিদ্ধান্ত না বদলালে বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।