Ananda Sakal (Seg 2): ‘শুধু CBI দফতরেই আতঙ্ক?’ প্রশ্ন আইনজীবীর, অনুব্রতর রক্ষাকবচ মামলায় সরগরম এজলাস।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কয়লাপাচারকাণ্ডে ফের সস্ত্রীক অভিষেককে ইডির তলব। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। এভাবে তৃণমূলকে রোখা যাবে না, হুঙ্কার মমতার।
করোনার আশঙ্কার কথা বলে হাজিরা দিচ্ছেন না! অথচ মাস্ক ছাড়া ঘুরছেন! গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের আইনি রক্ষাকবচের বিরোধিতায় হাইকোর্টে এই অভিযোগ করল সিবিআই। তদন্তের নামে বিব্রত করতেই নোটিস পাঠাচ্ছে সিবিআই। অভিযোগ অনুব্রত মণ্ডলের আইনজীবীর। শেষ হয়েছে এই মামলার শুনানি। রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট।
জোড়া মামলায় আরও অস্বস্তিতে বিনয় মিশ্র। প্রথমেই গরু পাচার মামলায় জারি হয়েছিল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ফের একবার গ্রেফতারি পরোয়ানা জারি হল কয়লা পাচার কান্ডে। মঙ্গলবার সিবিআই এর আবেদন মঞ্জুর করে, পরোয়ানা জারি করেছে আসালসোলের বিশেষ সিবিআই আদালত।