Ananda Sakal (Seg 2): 'অহেতুক রাজনীতি, পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কে বুদ্ধদেব বিরক্ত', ঘনিষ্ঠমহলে জানালেন মীরা|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদ্মশ্রী দিতে চাওয়ার নামে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে! সব সীমা লঙ্ঘন করেছে বিজেপি! সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র! পাল্টা বিজেপির দাবি, বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করছে তৃণমূল!
'কমিউনিস্টরা কাঁকড়ার মতো! জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যকেও পদ্ম-সম্মান থেকে বঞ্চিত করল!' সিপিএমকে আক্রমণ বিজেপির। পদ্ম-প্রত্যাখ্যানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে প্রশ্ন তৃণমূলেরও। 'অহেতুক রাজনীতি। দুর্ভাগ্যজনক বিতর্ক। বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্য।' ঘনিষ্ঠমহলে জানালেন স্ত্রী মীরা ভট্টাচার্য।
বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম পূরণের লাইনে বিশৃঙ্খলার অভিযোগ। কলকাতা পুরসভার সদর দফতরের সামনে বিশাল লাইন। কেউ এসেছেন রাত থেকে, আবার কেউ ভোরে। কোভিড বিধি শিকেয়।