Ananda Sakal (Seg 2): আনিস-উত্তাপের মধ্যেই পুরুলিয়ায় আদিবাসী যুবকের মৃত্যু নিয়ে টানাপোড়েন।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের মধ্যেই, আবগারি দফতরের কর্মীদের নির্যাতনে এক আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার ঝালদায়। "ঘটনার তদন্ত করছেন জেলাশাসক, যা বলার তিনিই বলবেন", মন্তব্য জেলা আবগারি দফতরের সুপারিন্টেন্ডেন্টের। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মুর্শিদাবাদের বহরমপুরে পুরভোটের আগে অশান্তি। ২৭ নম্বর ওয়ার্ডে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে গেলে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে বচসা বাধে বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের পরে বহরমপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীকে মারধরের অভিযোগ করেছে, পাল্টা তৃণমূলের অভিযোগ, বহরমপুরের সাংসদ তাদের কর্মীদের হুমকি দিয়েছেন।