Ananda Sakal (Seg-2) : বিকেল ৫টার মধ্যে তাঁদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা । বিকেল ৫টার মধ্যে তাঁদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের । 'সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি প্রসঙ্গে তাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি।' 'অন্যথায় আমরা বুঝব, সরকার আদৌ চান না অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব'। আন্দোলন নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের।
আজ বিকাল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন। কর্মবিরতি শেষ করতে এবার জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
কর্মবিরতিতে অনড় থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। বেলা ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক । সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থেকে সিপি-র ইস্তফার দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি ।