Ananda Sakal (Seg 2): পুলিশের কড়া নজরদারির মধ্যেও গঙ্গাসাগরে বিধিভঙ্গের ছবি!| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধীরে ধীরে গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে।
করোনা আবহে গঙ্গাসাগর মেলা নিয়ে পুলিশের কড়া নজরদারির মধ্যে দেখা গেল বিধিভঙ্গের ছবি! কোথাও মুখে মাস্ক দেখা গেল না! আবার কোথাও ভাঙা হল সামাজিক দূরত্ববিধি। এরইমধ্যে বুধবার বাবুঘাটে (Babu Ghat) শুরু হয়েছে RTPCR টেস্টও।
গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে কাকদ্বীপেও (Kakdwip) ধরা পড়ল করোনাবিধি লঙ্ঘনের ছবি! সিংহভাগের মুখে মাস্ক থাকলেও, দেখা গেল না সামাজিক দূরত্ববিধি! নিয়ম ভেঙে একসঙ্গে বহু মানুষকে নিয়ে সন্ধেয় মেলা প্রাঙ্গনে চলল মহড়াও।