Ananda Sakal (Seg 2): রাতে কিভে বড় হামলা রাশিয়ার, আটকে থাকা ভারতীয়দের নিয়ে আজও ফিরবে বিমান
abp ananda
Updated at:
28 Feb 2022 12:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে পঞ্চম বিমান ফিরল দেশে। মুম্বই বিমানবন্দরে নামে বিমানটি। এই দফায় আড়াইশো জন ভারতীয়কে আনা হয়েছে। ইউক্রেনের আকাশসীমা বন্ধ বলে প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। শেষপর্যন্ত আলোচনার টেবিলে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। বেলারুশের সীমান্তে হবে ওই বৈঠক।
কিভে রাতে বড় হামলা রাশিয়ার। ছদ্মবেশে শহরের ভিতরে ঢুকেছে রুশ সেনা, দাবি মেয়রের। আজও ইউক্রেন থেকে আটকে থাকা ভারতীয়দের নিয়ে ফিরবে বিমান।