Kultali Police Attacked: রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ, এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি
রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। সোনা-প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকে। উর্দিধারীকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠল। পুলিশ সূত্রে দাবি পুরনো সোনা কম দামে বিক্রির নামে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সাদ্দাম সর্দার নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে। তাঁর বাড়ি কুলতলি থানার পয়তারহাট এলাকায়। সোমবার সকালে তাঁর বাড়িতে যায় পুলিশ। বারুইপুর পুলিশ জেলার SP জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গেলে তাঁর বাড়ির লোকজন ও গ্রামের বেশকয়েকজন বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করে। যারা নিজেরাও নকল সোনার কারবারের সঙ্গে জড়িত বলে অনুমান। প্রায় শতাধিক লোক পুলিশকে ঘিরে ধরে। এরপর পুলিশ যখন অভিযুক্তকে ধরে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক তখনই হামলা চালানো হয়। পুলিশের বক্তব্য়, অভিযুক্তের ভাই সাইরুল সর্দার এক পুলিশ অফিসারের গায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, দাদাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজনকে ধাওয়া করে পুলিশ। দুই অভিযুক্ত পুলিশকে লক্ষ্য় করে গুলি চালিয়ে পালিয়ে যায়! কারও গায়ে গুলি না লাগলেও, গ্রামবাসীদের একাংশের মারধরে ২জন সাব ইনস্পেক্টর এবং একজন ASI জখম হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এই ঘটনায় দুই ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত ও তার ভাই পলাতক।