Ananda Sakal (Seg 3): বৈশাখের শুরুতেই কোচবিহারে কালবৈশাখী, ঝড়ের তাণ্ডবে মৃত্যু ২ জনের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৩ দিন পর মূল অভিযুক্তর ২ সঙ্গীকে গতকাল রাতে পাড়ুই থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ গ্রেফতার করা হয় ২ নাবালককে।
বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়। তার ভিত্তিতেই গতকাল রাতে প্রথমে পাড়ুই থেকে গ্রেফতার করা হয় সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে।
কোচবিহার ১ নম্বর ব্লকে প্রবল ঝড়ের তাণ্ডবে মৃত্যু হল ২ জনের। গতকাল সন্ধে ৬টা নাগাদ মিনিট ২০-র প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। পুলিশ সূত্রে খবর, ঝড়ে টিনের চাল উড়ে এসে পড়ার কারণে একজনের মৃত্যু হয়েছে। আর একজনের মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে।