Money Scam: আর্থিক দুর্নীতির মামলায় কাল ফের অর্জুন পুত্রকে তলব
ABP Ananda LIVE : ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতির মামলায় কাল ফের অর্জুন পুত্রকে তলব। কাল ফের ভবানীভবনে তলব অর্জুন পুত্র পবন সিংহকে। ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতির মামলায় ভবানীভবনে অর্জুন সিংহ-কে জিজ্ঞাসাবাদ। হাজিরা এড়ালে অর্জুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও উল্লেখ ছিল CID-র পাঠানো নোটিসে।
হাইকোর্টের অনুমতি নিয়ে পথে গেরুয়া শিবির, বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের স্লোগান:
এদিকে, হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির মিছিল। বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের স্লোগান। আলিপুর চিড়িয়াখানার সামনে পতাকা নিয়ে জমায়েত তৃণমূলের। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। প্রতিবাদে রবীন্দ্র সদন থেকে জাতীয় গ্রন্থাগার পর্যন্ত বিজেপির মিছিল। চিড়িয়াখানার ৫০ কাঠা জমি বিক্রির চেষ্টা: শুভেন্দু। বাংলাকে বেচে দিচ্ছে দেউলিয়া মমতা সরকার: শুভেন্দু ।
বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ফের উত্তেজনা, বন্ধ কাঁটাতার লাগানোর কাজ:
এদিকে, বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ফের উত্তেজনা। বন্ধ কাঁটাতার লাগানোর কাজ। ফেন্সিং লাগাতে বাধা বিজিবি-র। BSF-BGB ফ্ল্যাগ মিটিংয়ের সম্ভাবনা।