Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal (Seg 3): 'সিটের তদন্তে বাধা', দাবি মুখ্যমন্ত্রী-DG-র, CBI তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার| Bangla News
abp ananda
Updated at:
24 Feb 2022 12:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্য সরকারের তৈরি সিটে অনাস্থা প্রকাশ করে, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়েছে মৃত আনিস খানের পরিবার। বুধবার প্রশাসনের তরফে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রস্তাব দেওয়া হলে, তা-ও খারিজ করে দেন তাঁরা। অন্যদিকে, গতকাল মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজি দাবি করেন, সিটের তদন্তে বাধা দেওয়া হচ্ছে। যদিও, তা মানতে নারাজ আনিসের পরিবার।
আমতাকাণ্ডে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী দাবি করছেন, নিরপক্ষে তদন্ত হচ্ছে। কিন্তু, পাল্টা বিরোধীদের দাবি, যেখানে খোদ পুলিশই হত্যাকাণ্ডে জড়িত, সেখানে তাদের দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।