Bangladesh Chaos: বাংলাদেশের যুদ্ধের জিগিরের মধ্যেই বঙ্গবন্ধুুর হত্যাকারীর আস্ফালন!

Continues below advertisement

ABP Ananda Live: কট্টরপন্থীদের যুদ্ধের জিগিরের মধ্যেই বঙ্গবন্ধুর খুনির আস্ফালন! নোবেল শান্তি প্রাপকের জমানায় বঙ্গবন্ধুর হত্যাকারীর হুঙ্কার! মৌলবাদীদের পথে বাংলাদেশের যুদ্ধের জিগির, এবার উস্কানি মুজিব হত্যাকারীর! খাদের কিনারায়, আত্মহননের পথে বাংলাদেশ! বাংলাদেশের বাইরে বসে ভারতের বিরুদ্ধে মেজর ডালিমের উস্কানি! 

ভয়ঙ্কর ! নেপালে ভূমিকম্পের প্রভাবে তীব্র কম্পন উত্তরবঙ্গে, চিন্তা বাড়ছে পাহাড়ে

নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১। ভূমিকম্পের জেরে তিব্বতে ৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লি ও বিহারের মধুবনী জেলা ও শিবহরে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, তিব্বত, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন-ভুটানেও। চিনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১। শহরের একাধিক জায়গায় প্রায় ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই একাধিক জায়গায় আফটার শক অনুভূত হয়। সকাল ৭টা ২মিনিটে প্রথম আফটার শক অনুভূত হয়। সেই সময়ে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এরপরে পরে আরও তিনবার আফটার শক অনুভূত হয়।

২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষারধস নামে। সেই সময়ে মৃতের সংখ্যা ২হাজার ৪০০ ছাড়িয়েছিল।সম্পূর্ণ 
বিধ্বস্ত হয়ে যায় কাঠমাণ্ডু, পোখরা-সহ নেপালের বিস্তীর্ণ এলাকা। কাঠমান্ডুর পরিচয় পাটন স্কোয়ার মন্দির ভেঙে চুরমার হয়ে যায়। ধ্বংস হয়ে যায় নেপালের একাধিক রাস্তা। নিশ্চিহ্ন হয়ে যায় বহু হাসপাতাল, বাড়ি। ধুলিসাৎ হয়ে যায় কাঠমান্ডুর দরবার স্কোয়ার। সর্বস্ব হারিয়ে দিনের পর দিন রাস্তায় কাটাতে বাধ্য হন হাজার হাজার মানুষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram