Ananda sakal : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ, খুনের ঘটনার তদন্তে আজ যেতে পারে CBI। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাইকোর্টের নির্দেশে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ (Hanskhali Gang Rape) ও খুনের মামলার তদন্তভার এখন সিবিআইয়ের (CBI) হাতে। আজই সেখানে যাওয়ার কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের। পুলিশি তদন্তে একাধিক খামতির কথা উল্লেখ করে, মৃতার পরিবার ও স্থানীয়দের আস্থা ফেরাতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Kolkata High Court)। হাঁসখালিকাণ্ডে মৃতার পরিবারকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২ মে তদন্তের অগ্রগতির বিষয়ে আদালতে রিপোর্ট দেবে সিবিআই।
হাঁসখালি ধর্ষণকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টোসুর শোনা গেল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর গলায়। মঙ্গলবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করে, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া বলেন, সম্মতি নিলেও, নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক আইনের চোখে ধর্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রর দুই সুর নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।