North Bengal Medical: উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণ দাবি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণ দাবি। স্বাস্থ্য ভবনে চিঠি উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন বিভাগীয় প্রধানের। পরীক্ষায় নম্বর বাড়ানো-সহ একাধিক অভিযোগে আগেই ডিন, সহকারী ডিন, আরএমও'র পদত্যাগ। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ । 'পরীক্ষায় নম্বর বাড়ানো-চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ'। 'একই অভিযোগে বাকিরা পদত্যাগ করলে অধ্যক্ষ করছেন না কেন?' 'অবিলম্বে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষকে সরানো হোক'। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন বিভাগীয় প্রধানের।

মেয়ের ইচ্ছাতেই বাড়িতে শুরু হয়েছিল দুর্গা আরাধনা। কিন্তু, আজ দেবীপক্ষের শুরু হয়ে গেলেও, চোখের জল বাঁধ মানছে না আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবার। 'আমার সব শেষ হয়ে গেছে, কিছু আর নেই আমাদের লাইফে, যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে আমার, দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে।' নির্যাতিতা চিকিৎসকের মা জানালেন, ২ বছর আগে বাড়ির গ্যারাজে পুজো শুরু করেছিলে চিকিৎসক  কন্যা। আগা বাড়ির দুর্গা মূর্তিতে অষ্টমীতে ভোগ দিতেন মা। মেয়ে এমডি পাওয়ার পর ইচ্ছেপ্রকাশ করে  ঘরোয়াভাবে দুর্গাপুজো করবে। বন্ধু আত্মীয় সবাই মিলে চারটে দিন। ২টো বছর পুজো করতে পেরেছিলেন। এবছরও পুজোর প্রস্তুতি ছিল পুরো পরিপাটি করে। কেনা ছিল মা দুর্গার শাড়ি। ঢাকির বুকিংটাও করা ছিল। আয়োজন সম্পূর্ণ থাকলেও এ বছর পুজোটা আর হল না। বোধনের মাস দুই আগেই সেই বাড়ির উমা চিরবিদায় নিলেন।  নিহত চিকিৎসকের মা ডুকরে উঠে জানালেন, প্রতি বছর মহালয়ার দিন প্রদীপ জ্বালাতেন । তারপর ৯ দিন ধরে নিরামিষ ভোজন। একেবারে দশমীতে গিয়ে নিয়মভঙ্গ। আত্মীয়দের হইহল্লায় ঘর সরগরম থাকত। এবার শুধু  নীরবতা, নিঃসঙ্গতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram