Ananda Sakal (Seg 3): ব্যাঙ্ক থেকে পেট্রোল পাম্প, করোনা সংক্রণের জোয়ারে কার্যত বিপর্যস্ত পরিষেবা| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে মকর সংক্রান্তির স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড সরকার। মকর সংক্রান্তিতে জমায়েত বন্ধ করতে নির্দেশ দিয়েছে ওড়িশা সরকারও। এই প্রেক্ষাপটে চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, গঙ্গাসাগর নিয়ে বাংলা এই পথে হাঁটতে পারল না কেন? এনিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
করোনার সংক্রমণের ধাক্কায়, কার্যত বিপর্যস্ত অবস্থা জরুরি পরিষেবার। কলকাতায় কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেশ কিছু শাখায় ঝাঁপ পড়েছে। কর্মীদের সংক্রমণের কারণে, সপ্তাহে দু’দিন পাম্প বন্ধ রাখার কথা ভাবছে মালিক সংগঠন। কোনওমতে চলছে ডাক পরিষেবা।
ডেল্টা না ওমিক্রন? রোগী কোন স্ট্রেনে আক্রান্ত, সেটা বুঝতে অনেকটা সময় লাগছে। তাই চিকিৎসকরা একই প্রোটোকল মেনে চিকিৎসা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে যে, ওমিক্রনকে হালকাভাবে নিলে তার ফল মারাত্মক হতে পারে।