Ananda Sakal (Seg 3): 'উনি থাকতে তৃণমূলের কী দরকার?', তথাগতকে খোঁচা দিলীপের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছে বিজেপি প্রভাবিত আইনজীবীদের সংগঠন। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলা হবে সাক্ষাতে। প্রতিনিধিদলের সঙ্গে থাকবে বাংলায় ৩০টি পরিবারের সদস্যরা। ওই পরিবারগুলি ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বলে দাবি বিজেপির।। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিল করার কথা বিজেপির।
উপনির্বাচন থেকে পুরভোটে দিনহাটায় ধরাশায়ী বিজেপি। এই পরিস্থিতিতে, ৫ মে শিলিগুড়িতে সভা করবেন অমিত শাহ। বিজেপির দাবি, অমিত শাহের সভায় কয়েক’শ তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগ দেবেন। দিবাস্বপ্ন দেখছে বিজেপি, কটাক্ষ করেছে শাসকদল।
আমার কাছে রাজ্যসভার টিকিট চান তথাগত। হয়তো না পেয়েই ক্ষোভ, বিস্ফোরক দাবি দিলীপের। ডাহা মিথ্যে কথা, পাল্টা দাবি তথাগত রায়ের।