Ananda Sakal (Seg 3): রাজ্যে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে সময় লাগবে আরও ২-৩ দিন, জানালেন স্বাস্থ্য অধিকর্তা।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে আজ থেকে শুরু হচ্ছে না ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য আরও ২-৩ দিন সময় লাগবে। সূত্রের খবর, গত মাসেই ৩১ লক্ষ কর্বেভ্যাক্স রাজ্যে পাঠিয়েছে কেন্দ্র। বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সেই ভ্যাকসিন জেলায় জেলায় বণ্টনও হয়ে গিয়েছে। তারপরেও রাজ্যে আজ থেকে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করা গেল না। অন্যদিকে, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতেও আজ ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে না। কারণ হায়দরাবাদের বায়োলজিক্যাল-ই সংস্থা থেকে কত দামে কিনতে হবে, সেই সংক্রান্ত কোনও নির্দেশনামা না থাকায়, ভ্যাকসিন কেনা যায়নি বলে বেসরকারি হাসপাতালগুলি জানিয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য জায়গায় শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। লখনউয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা। তালিকায় ৪৩টি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক হিসেবে। ৮৩টি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। তবে কলকাতা পুরসভা ছাড়াই এই তালিকা তৈরি হয়েছে।