Baguihati News: বাগুইআটিতে প্রোমোটার কে মারধর, আত্মসমর্পণের পর জামিন তৃণমূল কাউন্সিলরের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটার কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ । আত্মসমর্পণের পর জামিন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের, দাবি প্রোমোটারের আইনজীবীর । বাগুইআটিতে প্রোমোটার পিটিয়ে ২ মাস নিখোঁজ থাকার পর জামিন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর । ২ মাস ধরে তৃণমূল কাউন্সিলরের খোঁজ পেল না পুলিশ ! ১৫ ডিসেম্বর বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ । বারাসাত আদালতে আত্মসমর্পণের পর জামিন, দাবি প্রোমোটারের আইনজীবীর

বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২

বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২। ৪৩ জনের বিরুদ্ধে FIR হলে এখনও অধরা বাকি অভিযুক্তরা। সিন্ডিকেটের লড়াই বজবজে গুলি-বোমা, ধৃত বেড়ে ১০। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর লড়াই! তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদ! বোমা-গুলির লড়াই, FIR-এ তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর।

পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola