আনন্দ সকাল (Seg 3): নেতাজির জন্মদিবসে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর, জাতীয় ছুটি ঘোষণার দাবি জানালেন মুখ্যমন্ত্রী | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (NetajI Subhas Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী। সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ সেখানেই বসবে নেতাজির মূর্তি। সরকারি সূত্রের খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। সেটিরই আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেতাজির হলোগ্রাম মূর্তিটি তৈরির জন্য একটি ফোরকে প্রোজেক্ট ব্যবহার করা হয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে তৈরি হয়েছে ত্রিমাত্রিক ছবি। সেটিই হলোগ্রাম মূর্তি হিসেবে আপাতত ইন্ডিয়া গেটে থাকবে।
নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, সমস্ত দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁকে প্রণাম জানাই। তাঁর অসামান্য অবদানের জন্য গোটা দেশ গর্বিত। ট্যুইটে লেখেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট-বার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ট্যুইটারে তিনি লেখেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ১২৫ তম জন্মবার্ষিকীতে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছে গোটা ভারত। মুক্ত ভারত-আজাদ হিন্দ গঠনে তাঁর সাহসী পদক্ষেপ তাঁকে জাতীয় আইকনে পরিণত করেছে। তাঁর আদর্শ ও আত্মত্যাগ চিরকাল প্রতিটি ভারতীয়কে অনুপ্রেরণা জোগাবে, ট্যুইট রাষ্ট্রপতির।
নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর ট্যুইট। ফের তুললেন নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি। মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি দেশের পাশাপাশি, গোটা বিশ্বেরও আইকন। বাংলা থেকে নেতাজির উত্থান ভারতীয় ইতিহাসে অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সমস্ত প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মদিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে। নেতাজির স্মরণে কিছু দীর্ঘমেয়াদী উদ্যোগের মধ্যে, রাজ্যের টাকায় আন্তর্জাতিক সহযোগিতায় জয় হিন্দ জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। জাতীয় পরিকল্পনা কমিশন সংক্রান্ত নেতাজির চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে, পরিকল্পনা উদ্যোগে রাজ্যকে সহযোগিতার জন্য বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করা হবে। এ বছর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোতে নেতাজি ছাড়াও আমাদের দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী স্মরণে বাংলার অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা তুলে ধরা হবে। আমরা আবার কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার আবেদন জানাচ্ছি, যাতে গোটা দেশের মানুষ জাতীয় নেতাকে শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।